34 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে আরও ৭০৪ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৭০৪ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ বেড়েছে

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে  আরও ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে ১ লাখ ১০ হাজার ৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষায় ৭০৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক শূন্য ৫ শতাংশ। শনাক্তদের মধ্যে ৫৩১ জন মহানগরের এবং ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬০ জন, শেভরন হাসপাতাল ১৬৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩২ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৫৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ