29 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - জুলাই ২২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত


বিএনএ, ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএসপিআর সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি আজ (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। পরে বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়।

উড্ডয়নের কিছুক্ষণ পর বেলা ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বলে ফায়ার সার্ভিস জানায়। খবর পেয়ে ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছায়।

উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানা গেছে।

উদ্ধারকাজে নিয়োজিত এক ফায়ার সার্ভিস কর্মী জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত ৬-৭ জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ