23 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে কিশোর নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীতে কিশোর নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীতে কিশোর নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

বিএনএ ,ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. হোসেন নামে এক কিশোর নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ মে) এ বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- হৃদয় ওরফে ডাইল্লা হৃদয়, ছলে ওরফে সালমান দেওয়ান ও আরিফ।

এসি মো. মুজিব পাটোয়ারী বলেন, রায়েরবাজার এলাকায় অ্যালেক্স ইমন ও ডাইল্লা হৃদয়ের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার (১৩ মে) ছুরিকাঘাতে গুরুতর আহত হন হোসেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান হোসেন। তিনি অ্যালেক্স ইমন গ্রুপের সদস্য ছিলেন। পরে আমরা অ্যালেক্স ইমনকে গ্রেপ্তার করি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর ডাইল্লা হৃদয় গ্রুপের আসামিদের ধরতে নেত্রকোনা (মদন), কিশোরগঞ্জ (ইটনা) ও ময়মনসিংহে (ত্রিশাল) অভিযান চালানো হয়। এসব এলাকা থেকে এজাহারভুক্ত আসামি ছলে ওরফে সালমান দেওয়ান, আরিফ ও হৃদয় ওরফে ডাইল্লা হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন, হৃদয় ওরফে ডাইল্লা হৃদয়ের নির্দেশে তারা হোসেনকে ছুরিকাঘাত করেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় জড়িত আরও দু’জনকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার করা আসামিদের সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।গত ১৩ মে সকালে ছুরিকাঘাতে গুরুতর আহত হন হোসেন। আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আইসিইউ বেড ফাঁকা না থাকায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে ভোরে মারা যায় হোসেন।

বিএনএ/ আজিজুল , ওজি

Loading


শিরোনাম বিএনএ