বিএনএ, বান্দরবান: বান্দরবানের কুহালংয়ে অস্ত্রের মুখে মো. খোরশেদ (১৮) নামে বান্দরবান কালেক্টর স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের ছাত্রকে অপহরণ করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডুলুপাড়াস্থ বাগমারা পাড়ায় একটি তামাক চুল্লির ক্ষেত থেকে তামাক চাষী মুন্সি মিয়ার ছেলে ওই কলেজছাত্রকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
অপহৃতের ছোটভাই শফি আলম বলেন, অপহরণকারীরা জলপাই রঙের পোশাক পরিহিত সশস্ত্র ৫ জন ছিল। ওই সময় তারা দুই ভাই তামাক চুল্লীতে আগুন দিয়ে তামাক পাতা শুকানোর কাজ করছিল।
অপহৃতের বাবা মুন্সি মিয়া বলেন, অপহরণের পর অস্ত্রধারী সন্ত্রাসীরা কোনো যোগাযোগ করেনি। অপহরণের ঘটনায় ছেলেকে উদ্ধারে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা চাই।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, অপহরণের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
বিএনএনিউজ/বিএম