বিএনএ, ঢাকা: রাজধানীর দারুলসালাম থানাধীন গাবতলীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে শ্যালকের গুলিতে ফারুক আহমেদ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। পরে পুলিশ শ্যালক অশ্রুকে পিস্তলসহ গ্রেফতার করেছে।
শনিবার(২০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গাবতলীর কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মামা আইয়ুব আলী জানান, উপরোক্ত বাসায় শ্যালকের গুলিতে গুরুতর আহতাবস্হায় ফারুককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত ফারুক আহমেদের মামা আইয়ুব আলী আরও বলেন, শ্বশুরবাড়ির সাথে দ্বন্দ্ব ছিল ফারুক আহমেদের। তবে এ জন্য এত বড় ঘটনা কেন ঘটলো এ বিষয়টি বুঝতে পারছি না। কিছুদিন আগে তার শশুর মারা গেছেন, তারপর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে জমিজমা সংক্রান্ত কোনও বিরোধ কিনা এ বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
তিনি জানান, অশ্রুর বাবার লাইসেন্স করা একটি অস্ত্র ছিল। সেই অস্ত্র ঠেকিয়ে বুকে গুলি করে হত্যা করা হয় ফারুককে।
মিরপুর দারুস সালাম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৈমুর রহমান বলেন, পারিবারিক কলহ এবং দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় শ্যালক অশ্রুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
বিএনএ/ আজিজুল, ওজি