18 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » অকারণে মিথ্যে বলা এক ধরনের মানসিক ব্যাধি

অকারণে মিথ্যে বলা এক ধরনের মানসিক ব্যাধি


বিএনএ ডেস্ক :  এমন অনেক মানুষ আছেন যারা সামান্য আবেগপ্রবণ হলেই মিথ্যে কথা বলেন । এভাবেই তিনি এটাতে অভ্যস্ত হয়ে পডেন। কিন্তু ব্যাপারটা মোটেই সুখকর নয়। মিথ্যা  বলার অতিরিক্ত প্রবণতা একটি মানসিক ব্যাধি।যার মেডিকেল নাম  মিথোম্যানিয়া সিউডোলজিয়া ফ্যান্টাসটিকা (mythomania and pseudologia fantastica)৷

এটি একটি প্যাথোলজিকাল সমস্যাও বটে।   এই সমস্যায় আক্রান্ত বেশিরভাগ মানুষেরই একটি অকারণে মিথ্যে কথা বলার প্রবণতা থাকে ৷ নারী ও পুরুষের সম্পর্কের ক্ষেত্রে এই ধরণের রোগীর সাথে চলতে হলে নিজের অনেক আবেগকে দমন করতে হতে পারে ৷ সম্পর্কের গুরুত্বের কারণে কিছু বিশেষ জিনিস মাথায় রাখলে নিজেকে ও এই সমস্যায় আক্রান্ত সঙ্গীকে ভাল রাখা যাবে ৷

শান্ত থাকা : নিজেকে শান্ত রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ, অকারণ মিথ্যে কথা শুনলে মাথা গরম হওয়াটা স্বাভাবিক ৷ কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে রাগের কারণে কোনও বাজে কথা বললে তা আপনার সম্পর্ককে প্রভাব ফেলতে পারে ৷

নিজেকে বোঝানো: প্রথমে নিজের সঙ্গে কথা বলতে হবে ৷নিজেকে নিজের সম্পর্কের গুরুত্ব বোঝাতে হবে ৷ মিথ্যে কথা যে কোনও সম্পর্ককে ভেঙে দিতে পারে ৷  নিজেকে বোঝাতে হবে যে আপনার সঙ্গী বা সঙ্গিনী একটি মানসিক সমস্যার কারণে মিথ্যে বলছেন ৷

তর্ক  এড়ানো:  যদি আপনার সঙ্গী ক্রমাগত আপনাকে অকারণে মিথ্যে দোষারোপ করে যাচ্ছে ৷ এবং নিজের দোষও আপনার ঘাড়ে দিচ্ছে,তবে অকারণ তর্ক বিতর্কে না জড়িয়ে ঝামেলাটি এড়িয়ে যান ৷

দোষারোপ না করা : সম্পর্কের কারণে পাওয়া বেদনার জন্য দোষারোপ করা বন্ধ করতে হবে ৷ অযথা দোষ না দিয়ে সঙ্গীকে বুঝিয়ে বলতে হবে যে কেন আপনি কষ্ট পেয়েছেন ৷ এক্ষেত্রে ক্রমশ দোষ দিতে থাকলে আপনার কষ্ট বুঝার বদলে সমস্যা আরও বাড়তে পারে না।

সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওযা : সঙ্গীর সাথে কথা বলে প্রয়োজনে  সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেয়া যেতে পারে। কাউন্সিলিং এর মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি পাওযা সম্ভব।

 

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ