28 C
আবহাওয়া
২:০৭ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

বিএনএ, চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নঈম উদ্দিন (২০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত নঈম উদ্দিন পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট সন্তান।

মঙ্গলবার (২০ মে) সকাল দশটার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড আবদুল সবুর মেনশনে মো. আমীনের মালিকানাধীন বাড়িতে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নঈম উদ্দিন উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড মাইজপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু জানান, ইলেকট্রিক মিস্ত্রি নঈম উদ্দিন গত চারদিন ধরে তার তিন সহযোগিসহ ওই বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিলেন। মঙ্গলবার সকালেও কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই