24 C
আবহাওয়া
৯:২৫ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ফাঁকা হয়ে যাচ্ছে চট্টগ্রাম নগরী

ফাঁকা হয়ে যাচ্ছে চট্টগ্রাম নগরী


বিএনএ, চট্টগ্রাম : ঈদকে সামনে রেখে শহর ছেড়ে চলে যাচ্ছে মানুষ।ফাঁকা হয়ে যাচ্ছে চট্টগ্রাম নগরী। নাড়ির টানে ছুটছে মানুষ গ্রামে।  গ্রামকে ঘিরেই এখন ঈদের আনন্দ। গতকাল বুধবার থেকে টানা পাঁচদিনের ঈদের ছুৃটি শুরু হওয়ার পর থেকেই কর্মস্থল ছেড়ে গ্রামের মায়ায়, গ্রামের টানে ছুটছে মানুষ।

চট্টগ্রামের শহরের রাস্তাঘাট ক্রমশ করেই ফাঁকা হয়ে যাচ্ছে, কোলাহল অনেকটা নেই বললেই চলে। শুধু ভিড় স্টেশন ও বাস টার্মিনালে।  গতকাল সকাল থেকেই মানুষ বাড়ি ফিরতে শুরু করে। এই কারণে সকাল থেকে বাস–ট্রেন ছিল যাত্রীতে ভরপুর।

বুধবার  বিকেলে প্রধান প্রবেশমুখ অলংকার, শাহ আমানত সেতুর গোলচত্বর, অক্সিজেন এলাকা ঘুরে দেখা যায় ঘুরমুখো মানুষের ভিড়।

এবার গ্রাম অনেক বেশি উৎসব মুখর হবে। কারণ সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সকল প্রার্থী এবং নেতাকর্মীরা গ্রামে ঈদ করবেন। তাই এবারের গ্রামীণ জনপদের ঈদ হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে উৎসবমুখর। যারা শহরের কোলাহল ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ পালন করবেন তাদের অনেকেই শহর ছেড়েছেন। দুই–একদিনের মধ্যে শহুরে কোলাহল আরো কমে যাবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ