30 C
আবহাওয়া
১০:০৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৩
Bnanews24.com
Home » রাউজানে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ

রাউজানে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ

রাউজানে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ

বিএনএ, রাউজান (চট্টগ্রাম) : রাউজান সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এস এস সি শিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীতে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মনোয়ারা জাহাঙ্গীর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সমাজসেবক আলহাজ্ব নুরুল আমীন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মুহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবদুল মোমেন শরীফ, পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন কুমার ঘোষ, প্রীতি মল্লিক, বিজন কান্তি বিশ্বাস, প্রণতি বড়ুয়া, মো ফারুক হোসেন, রাউজান ইংলিশ স্কুলের পরিচালক গৌতম মল্লিক, জয় ভট্টাচার্য্য।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মো. সেলিম উদ্দিন, কাজী মিজানুর রহমান, নাহিদা আকতার চৌধুরী, সাগরিকা বিশ্বাস, হরিদাশ পাল, পলাশ মুহুরী, লাকী আকতার।

পরে সুলতানপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বিএনএনিউজ/ শফিউল আলম, বিএম

Total Viewed and Shared : 131 


শিরোনাম বিএনএ