28 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » দ্বিতীয় ওয়ানডে : আয়ারল্যান্ডকে ৩৫০ রানের টার্গেট দিল বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডে : আয়ারল্যান্ডকে ৩৫০ রানের টার্গেট দিল বাংলাদেশ

বাংলাদেশ-আয়ারল্যান্ড

বিএনএ, স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টসে জয় পায় নি বাংলাদেশ। ফলে সফরকারীরা বাংলাদেশকে দ্বিতীয় ওয়ানডেতেও প্রথমে ব্যাট করতে পাঠায়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২০ মার্চ) দুপুর ২টায়  এই খেলা শুরু হয়েছে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে যেভাবে বাংলাদেশ বড় সংগ্রহ  করেছিল তেমনি আজও প্রায়।  তবে প্রথম ম্যাচের তুলিনায় সাকিব আল হাসান ও তওহিদ হৃদয় আজ বেশি রান পান নি। তবে মুশফিক শতরান করেছেন।

আয়ারল্যান্ডকে ৩৫০ রানের টার্গেট দিল বাংলাদেশ

শেষ খবর পাওয়া পর্যন্ত  বাংলাদেশ দল ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে। ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ৩১ বলে ২৩ রান করে আউট হন।  এরপর লিটন দাস ও নাজমুল হোসাইন শান্ত ব্যাট করেন।লিটন ৭১ বলে ৭০ রান করে কার্টিস ক্যাম্ফারের বলে আউট হন।

এরপর শান্ত ৭৭ বলে ৭৩ রান, সাকিব আল হাসান ১৯ বলে ১৭ রান, তওহিদ হৃদয় ৩৪ বলে ৪৯ রান,ইয়াসির ৭ বলে ৭ রান, তাসকীন ১ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ দলের মোস্তাফিজুর রহমানের পরিবর্তে আজ খেলছেন পেসার হাসান মাহমুদ। চোখের আঘাত পাওয়া মেহেদী হাসান মিরাজ নেই এই আজকের ম্যাচেও। আয়ারল্যান্ডের একাদশেও এসেছে একটি বদল। ম্যাথ্রি হামফ্রিস খেলছেন ড্যালানির জায়গায়।

সিরিজ জয়ের পথে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে যেভাবে বাংলাদেশ বড় সংগ্রহ  করেছিল তেমনি আজও প্রায়। তবে মুশফিক শতরান করেছেন।  সবকিছু মিলিয়ে আয়ারল্যান্ড এর বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পথে বাংলাদেশ বলা যায়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, মার্ক অ্যাডাইর, ম্যাথিও হামফ্রিস, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, হ্যারি টেক্টর ও লরকান টাকার।

বিএনএনিউজ২৪,জিএন

Total Viewed and Shared : 19 


শিরোনাম বিএনএ