39 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » যে সাত কারণে আলাদা জো বাইডেনের শপথ গ্রহণ

যে সাত কারণে আলাদা জো বাইডেনের শপথ গ্রহণ

জো বাইডেন

বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প রাজত্বের ইতি ঘটলো। নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন। একইসঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

তবে এবারের অনুষ্ঠান অন্যান্যবারের তুলনায় অনেকটাই জৌলুসহীন। করোনা কাঁটা এবং সম্প্রতি ঘটে যাওয়া ক্যাপিটল হামলার কারণে বাইডেন-হ্যারিসের শপথ অনুষ্ঠানে অনেকটাই কাটছাঁট করা হয়েছে। যদিও কেবলমাত্র এই কারণেই নয়, আরও ৭টি কারণ রয়েছে, যা এবারের শপথ অনুষ্ঠানেক অনন্য করে তুলেছে। কী সেই কারণ?

১) করোনা জর্জরিত মার্কিন মুলুকে সংক্রমণ এড়াতে এবারের শপথগ্রহণ অনুষ্ঠানে কমিয়ে আনা হয়েছে দর্শকসংখ্যা। তবে সেই শূন্যস্থান পূরণ করতে থাকছে ২ লাখ আমেরিকান জাতীয় পতাকা। মানুষের করতালির বদলে গোটা ন্যাশনাল মল জুড়ে হাওয়ায় উড়বে সেই পতাকাগুলো। ওয়াশিংটন ডিসি-র ৩ থেকে ১৩ নম্বর রাস্তা পর্যন্ত এই পতাকা লাগানো হয়েছে। অনুষ্ঠানে কেবলমাত্র উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেসের সদস্যরাই। তাঁদের সঙ্গে একজন করে অতিথি আনার অনুমতি মিলেছে। এই ২ লক্ষ ফ্ল্যাগ কোভিডে প্রাণ হারানো ২ লক্ষ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েই লাগানো হয়েছে বলে খবর

২) অ্যান্ড্রু জনসনের পর ডোনাল্ড ট্রাম্পই একমাত্র প্রাক্তন প্রেসিডেন্ট যিনি নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। অনুষ্ঠানের সময় তাঁর ফ্লোরিডাতে উড়ে যাওয়ার কথা।

৩) সম্প্রতি ক্যাপিটলে হামলার পর, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হোয়াইট হাউস চত্বরকে। অন্যান্য বারের থেকেও অতিরিক্ত সংখ্যক মিলিটারি মোতায়েন করা হয়েছে। অ্যালার্ট রয়েছে FBI।

৪) শপথ অনুষ্ঠানের সময় ক্যাপিটল ঘিরে থাকবে ২০ হাজার ন্যাশনাল গার্ড। ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে মূল মঞ্চে। অনভিপ্রেত ঘটনা এড়াতে ওয়াশিংটন ডিসি জুড়ে নজরে রাখা হয়েছে ট্রাম্প সমর্থকদের।

৫) ঐতিহ্যবাহী জাতীয় প্যারেড এবারে দেখা যাবে ভার্চুয়ালি। আমেরিকার ৫০টি রাজ্যেই এই প্যারেড অনুষ্ঠিত হবে। তবে দর্শকরা তা দেখবেন অনলাইনে। অংশগ্রহণ করবেন মার্কিন অলিম্পিক অ্যাথলেট নাথান চেন, অ্যালিসন ফেলিক্স এবং কেটি লেডিকি। এছাড়াও ‘প্যারেড অ্যাক্রস আমেরিকা’ শীর্ষক এই ভার্চুয়াল অনুষ্ঠানে দেখা যাবে সঙ্গীতশিল্পী আন্দ্রা ডে, কমেডিয়ান জন স্টুয়ার্টকে।

৬) বিমানবন্দরগুলোতেও দেখা গিয়েছে কড়া নিরাপত্তা। বাতিল করা হয়েছে একাধিক বিমান। ডেলটা এয়ারলাইনসের প্রতিনিধি জানাচ্ছেন, তাঁরা শপথ অনুষ্ঠানের আগে ৮৮০ জন যাত্রীরর উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছেন।

৭) এবারে বাতিল করা হয়েছে ঐতিহ্যবাহী বল নৃত্যের অনুষ্ঠান। বদলে থাকছে ৯০ মিনিটের একটি বিশেষ টিভি অনুষ্ঠান।’সেলিব্রেটিং আমেরিকা’ শীর্ষক এই অনুষ্ঠানে দেখা যাবে ডেমি লোভাটো, জাস্টিন টিম্বারলেক, জন বল জভির মতো সেলেবদের। মার্কিন হিরোদের প্রতি এই অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ