29 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় প্রতিবেশীকে ফাঁসাতে অপহরণ নাটক সাজানোর অভিযোগ

আনোয়ারায় প্রতিবেশীকে ফাঁসাতে অপহরণ নাটক সাজানোর অভিযোগ

আনোয়ারায় প্রতিবেশীকে ফাঁসাতে অপহরণ নাটক সাজানোর অভিযোগ

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): নিজের সন্তানকে লুকিয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিবেশীকে ফাঁসাতে চায় মহিলা। এমন আশঙ্কার ভিত্তিতে চারজনকে অভিযুক্ত করে চট্টগ্রামের আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন শ্যামল কান্তি সিকদার (৫৬) নামের এক ভুক্তভোগী।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে চারজনকে অভিযুক্ত করে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্তরা হলেন- প্রদীপ সরকার (৩৫), আলো বালা দাশ (৫০), নিশান সরকার (৩২), পোপন সরকার (৪৫)। তারা সবাই উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগপত্রে শ্যামল কান্তি সিকদার বলেন, অভিযুক্ত আলো বালা দাশের সাথে আমার জায়গা-জমি সংক্রান্তে বিরোধসহ মামলা-মোকাদ্দমা চলমান আছে। যার প্রেক্ষিতে সে এবং তার সহযোগী অপরাপর অভিযুক্তরা সবসময় আমার ক্ষতি করার ষড়যন্ত্র করে আসতেছে। এরই প্রেক্ষিতে গত রোববার (১৭ সেপ্টেম্বর) একটি মাধ্যমে জানতে পারি “অভিযুক্ত আলো বালা দাশ তার নিজের সন্তানকে লুকিয়ে রেখে আমার বিরুদ্ধে অপহরণ মামলা সাজাবে”।

আরও পড়ুন: তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন, মহাসচিব তৈমুর আলম

অভিযোগের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত প্রদীপ সরকার বলেন, এগুলো সব মিথ্যা এবং বানোয়াট, আমরা এ ধরনের কোন কথা বলিনি।

এ বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, এই বিষয়ে শ্যামল কান্তি সিকদার একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ, বিএম/ হাসনাহেনা /এইচ এ মুন্নী 

Loading


শিরোনাম বিএনএ