28 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে কিশোরীদের কারাতে প্রশিক্ষণ

চন্দনাইশে কিশোরীদের কারাতে প্রশিক্ষণ

কারাতে প্রশিক্ষণ

বিএনএ, চন্দনাইশ(চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ”আমাদের নিরাপত্তা আমাদের অধিকার ” শীর্ষক কিশোরীদের এক কারাতে প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উপজেলার ৪ ইউনিয়েনর ওডেবের কিশোর কিশোরী দলের ৫০ জন কিশোরী উক্ত প্রশিক্ষণ অংশ নিচ্ছেন।

কিশোরীদের মাঝে আত্মরক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, অন্যায়ভাবে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে সাহায্য করা,নিজেদের সিদ্ধান্ত গ্রহণ ও মতামত প্রদানে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের সার্বিক নির্দেশনায়, ডায়াকোনিয়া বাংলাদেশ এর আর্থিক সহায়তায়, জেন্ডার জাসটিস প্রকল্পের মধ্য দিয়ে এই কারাতে প্রশিক্ষণের আয়োজন।

গত ১৮ সেপ্টেম্বর ২০২২ প্রশিক্ষণের সুচনা পর্বে প্রধান অতিথি হিসাবে অন লাইনে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিস নাছরিন আকতার।

ওডেবের কিশোর কিশোরী দলে
ওডেবের কিশোর কিশোরী দলে

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ ও  বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম,ডক্টর অলি আহমদ বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই মাদারী,সাংবাদিক সৈয়দ শিবলী সাদেক কফিল,পুলিশ কর্মকর্তা বাবু হিরু বিকাশ দে। চট্টগ্রাম দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সঞ্চিতা বড়ুয়া, বরকল ইউনিয়ন ইউপি সদস্য আয়শা আকতার আজাদী,সাবিনা ইয়ামিন, বৈলতলী ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য সামশুন নাহার বেগমসহ  ওডেবের প্রজেক্ট সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

প্রশিক্ষণ পরিচালনায় রয়েছেন  -শাওলিন কুংফু ও উশু একাডেমির পরিচালক ও প্রধান প্রশিক্ষক মুহম্মদ মহসিন পারভেজ।

বিএনএনিউজ২৪, আবু তাহের, জিএন

Loading


শিরোনাম বিএনএ