29 C
আবহাওয়া
৫:২২ অপরাহ্ণ - মে ১১, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড

মিয়ানমারে সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড


বিএনএ, বিশ্বডেস্ক : ইয়াঙ্গুনের একটি আদালত বৃহস্পতিবার বিবিসি মিডিয়া অ্যাকশনের ফ্রিল্যান্স প্রযোজক মায়ানমারের সাংবাদিক এইচটেট এইচটেট খাইনকে  তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।

বাহন টাউনশিপ আদালত গত বছরের আগস্টে তার গ্রেপ্তারের এক বছরেরও বেশি সময় পরে দণ্ডবিধির ৫০৫এ ধারায় উসকানি দেওয়ার জন্য  খাইনকেকে দোষী সাব্যস্ত করে।ইয়াঙ্গুনের বাহান টাউনশিপে একটি অ্যাপার্টমেন্টে কলামিস্ট সিথু অং মিন্টের সাথে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রোগ্রামের পরিচালক  রিচার্ড লেস এইচটেট এইচটেট খাইন এর নিরাপত্তা এবং সুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করেছে।

তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের আটক করা মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার মৌলিক নীতির পরিপন্থী।

গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে সরকার কমপক্ষে ১২টি মিডিয়া আউটলেট বন্ধ করতে বাধ্য করেছে এবং ১৪২ সাংবাদিককে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৫৭ জন কারাগারে রয়েছেন, যার মধ্যে ২৬ জন ইতিমধ্যে বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ