31 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান আহমেদের মৃত্যু বার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান আহমেদের মৃত্যু বার্ষিকী পালিত


বিএনএ, ফেনী: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফেনী জেলার ছাগলনাইয়া( আংশিক ফুলগাজিসহ) উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম সুলতান আহমেদ মজুমদারের ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার(১৯ মে) দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

মরহুমের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর সুুলতান ভিলায় খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল ও জেয়াফতের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন  ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোছাইন আহমদ ভূঁইয়া,দেবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমেদ, রৌশন ফকির দরগাহ মসজিদের খতিব মাওলানা আমির হোসেন, চাঁদগাজী জব্বারিয় ইসলামিয়া ছুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হোসাইন, রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সরদার ও উত্তর যশপুর দারুস ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল হান্নান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী পিবিআই’র পুলিশ সুপার শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো: মাহমুদুল হাসান মামুন,ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার,ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিনু, সাবেক ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী,ঘোপাল ইউনিয়নের মো: সেলিম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান, সাবেক কাউন্সিলর বাদল হাজারী,বিশিষ্ট ব্যবসায়ী মহি উদ্দিন শিমুল, সহকারী অধ্যাপক সোহেল মোস্তাক,মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন।

উল্লেখ্য,আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব সুলতান আহমেদ মজুমদার  পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ফেনী জেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার, পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক জাকির হোসেন,  এম নুরুল হোসাইন খোকা, মোমিনুর রহমান, রবিউল হোসেন বাবুর পিতা ।

১৯৯৫ সালের ১৭ মে দিবাগত রাতে ৭৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর ৭ ছেলে ও ৪ মেয়ে। তারা সবাই প্রতিষ্ঠিত ও যৌথ পরিবারে বসবাস করেন।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ