28 C
আবহাওয়া
৮:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে নিহত ৩

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

বিএনএ, ডেস্ক: নওগাঁ থেকে ধান কেটে চাঁপাইনবাবগঞ্জে ফেরার পথে ট্রাক উল্টে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

বুধবার (১৮ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ি মৃত মুনসুর আলীর ছেলে মন্টু আলী (৪০), একই উপজেলার দুখুর মোড় কুথানিপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে মো. বুলবুল (৩৫) ও সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সতেররশিয়া চামা গ্রামের নওশেদ আলীর আসাদুল ইসলাম (২৬)।

আহতরা হলেন- সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সতেররশিয়া চামা গ্রামের মতিউর রহমানের ছেলে মিজানুর রহমান ভাদু (২৬), একই গ্রামের মইনুল ইসলামের ছেলে রিপন আলী (২৫), মৃত নেছের আলীর ছেলে সাইদুর রহমান (৩২), শফিকুল ইসলামের ছেলে খোকন আলী (৩০), মাইনুল হকের ছেলে সামশুল হক (৩৩), মিজানুর রহমান (২৭) ও ধানকাটা শ্রমিক দলের সর্দার মৃত আয়েশ উদ্দিনের ছেলে সহবুল ইসলাম (৫০)।

নিহতদের স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জের একদল ধান কাটা শ্রমিক নওগাঁয় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটা শেষে ট্রাকে নিজেদের ভাগের (শ্রমের বিনিময়ে পাওয়া) ধান নিয়ে বাসায় ফিরছিলেন। পথে আমনুরা-নয়াগোলা রোডের পাওয়েল নামক স্থানে এলে ধান বোঝাই ট্রাকটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন বুলবুল নামে এক শ্রমিক। এতে আহত হন নয় শ্রমিক। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মন্টু আলী। আর অবস্থা আরও খারাপ হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসাদুল ইসলাম মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত বুলবুল ও মন্টুর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ