26 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যুর দিনে শনাক্ত আরও ১২৬

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যুর দিনে শনাক্ত আরও ১২৬


বিএনএচট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ১ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষায় ১২৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৮৮ জন এবং উপজেলায় ৩৮ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ২৯ জন। এসময় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২৭১টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭১টি নমুনা পরীক্ষায়৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষায় ১০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৪টি নমুনা পরীক্ষায় ১৯ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৬টি নমুনা পরীক্ষায় ১ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষায় ১৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ২৮০টি নমুনা পরীক্ষায় ১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষায় ৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৬টি নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এদিন চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১২৬ জন বেড়ে করোনার সংক্রমণে শনাক্তের সংখ্যা ৫২ হাজার ২৯ জন। যাদের নগরের ৪১ হাজার ৬১০ জন এবং উপজেলার ১০ হাজার ৪১৩ জন। এসময় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ