28 C
আবহাওয়া
৫:২৫ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » হেফাজতের ২৩ মামলা তদন্ত করবে সিআইডি

হেফাজতের ২৩ মামলা তদন্ত করবে সিআইডি

সিআইডি

বিএনএ ঢাকা: হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের করা ২৩ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।

তিনি বলেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে নারায়নগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও চট্টগ্রামে একাধিক মামলা দায়ের করা হয়েছে। ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ মোট ২৩টি মামলার তদন্ত করবে সিআইডি। দ্রুততম সময়ের মধ্যেই এসব মামলার তদন্ত শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্যারিস্টার মাহবুবুর রহমান আরও বলেন, হামলা, ভাংচুর ও সহিংসতার ঘটনায় যারা উপস্থিত ছিল, উসকানি দিয়েছে, জ্বালাও-পোড়াও করেছে তাদের ফুটেজ ফরেনসিক করা হবে। ফরেনসিক করে যাদের পাওয়া যাবে তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে।ইতোমধ্যে যেসব হেফাজত নেতা পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন প্রয়োজনে তাদেরও সিআইডি জিজ্ঞাসাবাদ করবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আগামিকাল মঙ্গলবার বেলা ১২টায় সিআইডি প্রধান ব্রিফিং করবেন বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ