বিএনএ ডেস্ক:যে লক্ষ্যে ৮৮ মিলিয়ন পাউন্ড খরচ করে স্পেনের রাজধানী থেকে তুরিনে ক্রিস্টিয়ানো রোনালদোকে উড়িয়ে নিয়ে এসেছিল জুভেন্টাস; সেটা মিশে গেছে প্রত্যাশার জলে। কোনো লাভ হয়নি।
পরপর তিন বার চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ রোনালদোর জুভেন্টাস। এরপর থেকে গুঞ্জন শুরু হয় তুরিনের সময় শেষ হতে যাচ্ছে সিআরসেভেনের।
এবার কোথায় পাড়ি জমাবেন রোনালদো। ইংলিশ লিগ, স্প্যানিশ লিগের পর ইতালিতেও পায়ের জাদু দেখিয়েছেন; এবার কী নতুন কিছু নাকি পুরোনো কোনো ক্লাবেই?
সম্প্রতি গুঞ্জন উঠেছে আবার রিয়ালের পাড়ি জমাতে যাচ্ছেন রোনালদো। কোচ জিনেদিন জিদানের পর এই প্রশ্নের মুখোমুখি হতে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনসিয়াস জুনিয়রকে।
ভিন্সিয়াস বলেন ‘ক্রিস্টিয়ানো একজন কিংবদন্তী, সে অনেক কিছুই অর্জন করেছে। আমি বেশি কিছু বলতে পারবো না কারণ আমি জানি না কী চলছে। তাকে সবসময় স্বাগতম।’
এর আগে রোনালদো আসা নিয়ে স্কাই স্পোর্টসকে জিদান জানান, ‘হ্যাঁ, এটা হতে পারে।’