24 C
আবহাওয়া
৫:২০ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » স্ট্রেইট, ফ্রি ফেয়ার গেইম উপহার দিতে চাই-সিইসি

স্ট্রেইট, ফ্রি ফেয়ার গেইম উপহার দিতে চাই-সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব : সিইসি

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা চাই যে স্ট্রেইট, (যাতে সবাই আসতে পারে) ফ্রি ফেয়ার গেইম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দি রুলস অব দি গেইম- এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।’ সিইসি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে ট্রাইমফ্রেম, ওইটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।’

রোববার (১৯ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ কাজের জন্য অনুষ্ঠানে ইসির কাছে বিভিন্ন কারিগরি যন্ত্রপাতি হস্তান্তর করে ইউএনডিপি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে, তার ওপর। মোটাদাগে এক থেকে দেড় বছরের মধ্যে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন।

তিনি জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে ২০ জানুয়ারি, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার সাভারে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

গত ১৪ জানুয়ারি বিএনপির তরফে বলা হয়, আগামী জুলাই-আগস্টের মধ্যে তারা সংসদ নির্বাচন চান।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি নাসির বলেন, ‘রাজনৈতিক বক্তব্যের মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধি-বিধান, সিস্টেমের মধ্যে থাকব। আমরা চাই যে স্ট্রেইট, (যাতে সবাই আসতে পারে) ফ্রি ফেয়ার গেইম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দি রুলস অব দি গেইম- এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।’

বিএনএ,এসজিএন,শাম্মী

Loading


শিরোনাম বিএনএ