31 C
আবহাওয়া
১:৪৫ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » অভিনেতা মুজিবুর রহমান মারা গেছেন

অভিনেতা মুজিবুর রহমান মারা গেছেন

দিলু

বিনোদন ডেস্ক: বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা ৩৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দিলুর বড় ভাই নাট্যকার আতাউর রহমান ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানান।

তিনি লিখেন, ‘আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা, কীর্তিমান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মুজিবুর রহমান দিলু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টা ৩৫ মিনিটে এই পৃথিবীর মায়া ছেড়ে অসীমের যাত্রী হয়েছেন।

‘সে জীবনযুদ্ধে যেমন ছিল এক পরাক্রান্ত সৈনিক, তেমনি ছিল এক বর্ণিল জীবনের অধিকারী। তার আত্মার চির শান্তি কামনাই দেশবাসীদের কাছে আমাদের প্রত্যাশা’ যোগ করেন আতাউর রহমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও দিলুর ফুসফুসে সংক্রমণ ৭০ ভাগ ছাড়িয়ে যায়। একই সঙ্গে হার্টবিট কমে যায়। তাকে রাখা হয়েছিল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

চিকিৎসকরা জানিয়েছিলেন, পরীক্ষায় নেগেটিভ আসলেও এসব করোনা আক্রান্তের উপসর্গ এবং সাইটোকাইন স্ট্রোম বয়ে যায় দিলুর শরীরে।

বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের ‘সংশপ্তক’ নাটকে বড় মালু চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন মুজিবুর রহমান দিলু। অনেকে তাকে বড় মালু নামেই চেনেন।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ