23 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » লংগদুতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

লংগদুতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

লংগদুতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির লংগদুতে পরিবেশ ধ্বংসকারী অবৈধ ২টি ইটভাটায় অভিযান চালিয়েছে লংগদু উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার রাঙ্গীপাড়া এলাকায় অবস্থিত দাইয়ান ও বিকেবি ব্রিকস নামক অবৈধ ইট ভাটায় অভিযানের নেতৃত্ব দেন লংগদু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। এ সময় অভিযান চালিয়ে ১০ হাজার ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয় তাদের।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোন অনুমোদন ছাড়াই দুইটি ইটভাটা ইট পোড়ানোর কাজ করে যাচ্ছে। এতে কোন নিয়মনীতি তোয়াক্কা না করে বনের কাঠ পোড়ানো হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন- ২০১৩ অনুযায়ী ইটভাটার মালিকদের নগদ ৭০ হাজার টাকা জরিমানা এবং ইটভাটার চুল্লি ধ্বংস করা হয়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া লংগদু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, যারা লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করছে জেলা প্রশাসকের নির্দেশনায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। দাইয়ান ও বিকেবি ব্রিকসের বৈধ লাইসেন্স না থাকায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ