28 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১ জানুয়ারি

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১ জানুয়ারি

ইউপি নির্বাচন

বিএনএ, ঢাকা: ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  আগামী ৩১ জানুয়ারি সারাদেশের মোট ২১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার(১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা ৩ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি।

উল্লেখ্য, প্রথম ধাপে ২১ জুন ২০৪টি ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপি নির্বাচন হয়।১১ নভেম্বর দ্বিতীয় ধাপে মোট ৮৩৩টি ইউনিয়ন পরিষদে ভোট হয়।গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।এছাড়া ২৬ ডিসেম্বর ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি মোট ৭০৭টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ