30 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সুদানে  বিক্ষোভে ফের গুলি, নিহত ১০

সুদানে  বিক্ষোভে ফের গুলি, নিহত ১০

সুদানে বিক্ষোভে ফের গুলি, নিহত ১০

বিএনএ, বিশ্বডেস্ক : সুদানের রাজধানী খার্তুমে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আবারও গুলি চালিয়েছে  সেনাবাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেনবহু বিক্ষোভকারী। স্থানীয় সময় বুধবার (১৭ নভেম্বর) দেশটির রাজধানী খার্তুম ,  ওরদুরমান ও বাহরিতে এ হতাহতের ঘটনা ঘটে।

আল-জাজিরার খবরে বলা হয়,  বুধবার ভোর থেকে রাজধানী খার্তুম ও আশপাশের সব শহরের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সেনাসমর্থিত সরকার। বিক্ষোভকারীরা অভ্যুত্থানের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে শুরু করে। তারা দ্রুত সেনা শাসনের অবসান ঘটিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাতে থাকে। এসময় তিনটি শহরে একযোগে গুলি ছুঁড়তে শুরু করে নিরাপত্তা বাহিনী।এতে ঘটনাস্থলেই অন্তত ১০ জন মারা যান। গুলিবিদ্ধ হয় অসংখ্য বিক্ষোভকারী।

সুদানে তিন দশক ধরে প্রেসিডেন্টের ক্ষমতায় ছিলেন ওমর আল-বশির। ২০১৯ সালে ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ