21 C
আবহাওয়া
২:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ ও ভারত টেস্ট খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার

বাংলাদেশ ও ভারত টেস্ট খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার

bangladesh-india test series

ঢাকা :  আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বনাম ভারত জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ২টি টেস্ট ও ৩টি টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সকল খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার।

আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর ১ম টেস্ট ম্যাচ ভারতের চেন্নাই এর এম এ চিদামবারাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় ভারতের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২য় টেস্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম এফএম ১০৪ ও ৯০ মেগাহার্জ এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে টেস্ট ম্যাচ দু’টির ধারাবিবরণী সম্প্রচার করা হবে।

বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ১ম টি-২০ খেলা আগামী ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের গোয়ালিয়র স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২য় টি-২০, ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩য় টি-২০, ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে বেতারের বাণিজ্যিক কার্যক্রম, মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ, এফএম ১০৪ ও ৯০ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জ এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে খেলাগুলোর ধারাবিবরণী লাইভ স্ট্রিমিং করা হবে। এছাড়া বাংলাদেশ বেতার, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর এফএম ৮৮.৮ মেগাহার্জ, কক্সবাজার ও নওয়াপাড়া যশোর এফএম ১০০.৮ মেগাহার্জে ম্যাচগুলোর ধারাবিবরণী সম্প্রচার করা হবে।

বাংলাদেশ বেতার বরিশাল এফএম ১০৫.২ মেগাহার্জ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম ৯২.০ মেগাহার্জ, কুমিল্লা এফএম ১০৩.৬ মেগাহার্জ এবং রাঙ্গামাটি ১০৩.২ মেগাহার্জ এ উক্ত খেলার চলতি ধারাবিবরণী একযোগে রিলে করা হবে।

বিএনএ,এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনলাইনে ৩টি ভূমি সেবা বন্ধ থাকবে ৬দিন রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা বৃদ্ধির অনুরোধ রাষ্ট্রদূতের এক্সরের সময় শিক্ষার্থীর কোমরে মিলল চাকু-হাতুড়ি, পুলিশ ছেড়ে দিল বিএনপির নিকট গণতন্ত্র, বাক, ব্যক্তির স্বাধীনতা নিরাপদ-তারেক রহমান যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোকে প্রতি জানুয়ারিতে অর্ডারের মূল্যবৃদ্ধির আহ্বান ড. ইউনূসের মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না---ধর্ম উপদেষ্টা গণমাধ্যম অফিসে ভাঙচুর সহ্য করা হবে না: নাহিদ ইসলাম জালের পরিবর্তে সমুদ্রে ট্রলারে মাছ ধরা বাড়াতে হবে-ফরিদা আখতার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু চিন্ময় ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চেরাগীতে বিক্ষোভ