বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে বকনা বাছুর। “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্প” এর আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এই বাছুর বিতরণ করা হয়। হতদারিদ্র ১৬জন ইলিশ আহরণকারী জেলে এই বাছুর গ্রহণ করেন।
সোমবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদে জেলেদের মাঝে এই বাছুর বিতরণ করা হয়।
বাছুর বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তার। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রাশিদুল হক।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক বলেন, “ইলিশ আহরণকারী জেলেদের মাছ ধরা বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান এবং তাদের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সেই সাথে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে সরকার বদ্ধ পরিকর।”
বিএনএনিউজ/ নাবিদ, ওজি