বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর বেপরোয়া বিমান হামলায় ৮ জন নিহত হয়েছে। নিহতদের সবাই নারী ও শিশু। সোমবার (১৮ মার্চ) ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে তালেবান সরকারের মুখপাত্র।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, সোমবার ভোরে পাকিস্তানী বিমান থেকে সীমান্তবর্তী খোস্ট ও পাকতিকা প্রদেশে বেসামরিক লোকজনের বাড়িঘর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।
তিনি বলেন, তালেবান সরকার এ ধরনের হামলার তীব্র নিন্দা জানায়। এই বেপরোয়া পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে মনে করে তালেবান।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই ধরনের ঘটনার পরিণিতি খুব খারাপ হতে পারে যা পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
বিএনএনিউজ/এইচ.এম।