29 C
আবহাওয়া
২:৫১ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » মাদক মামলা:খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে তিন জনের সাক্ষ্য

মাদক মামলা:খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে তিন জনের সাক্ষ্য

মাদক মামলা:খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে তিন জনের সাক্ষ্য

বিএনএ, আদালত প্রতিবেদক : মাদক আইনে করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা বিচারক রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, সার্জেন্ট জহিরুল ইসলাম ও চালক হুমায়ুন কবির। তাদের সাক্ষ্য শেষে আসামি পক্ষের আইনজীবী জেরা করেন। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে একই আদালত মামলাটির অভিযোগ গঠন করে। ১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। কিন্তু করোনাকালীন ছুটির কারণে আদালত বন্ধ থাকায় ঐ বছর আর সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, রাজধানীর ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে গুলশানের নিজ বাসা থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় তার বাসা থেকে একটি অবৈধ পিস্তল, ছয় রাউন্ড গুলি, ২০১৭ সালের পর নবায়ন না করা একটি শটগান ও ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরদিন দুপুরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

একই দিন র‍্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা বাদী হয়ে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে তিনটি মামলা করেন।

অন্যদিকে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন র‍্যাবের ওয়ারেন্ট অফিসার চাইলা প্রু মার্মা।

বিএনএনিউজ/সাহিদুল, জেবি

Loading


শিরোনাম বিএনএ