29 C
আবহাওয়া
১০:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ৬ মাসের মধ্যে টিকা উৎপাদনের সুপারিশ

৬ মাসের মধ্যে টিকা উৎপাদনের সুপারিশ

চট্টগ্রামে গণটিকার আওতায় দ্বিতীয় ডোজ দেয়া হবে ৭ সেপ্টেম্বর

বিএনএ, ঢাকা : সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে ছয় মাসের মধ্যে করোনাভাইরাসের টিকা উৎপাদন করার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।মঙ্গলবার (১৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে কমিটির সদস্য আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর এবং মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি আগামী ছয় মাসের মধ্যে এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে টিকা উৎপাদন করতে হবে। টিকা উৎপাদনের ক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে (জিটুজি) চুক্তি করার জন্যও বলেছি। আমরা আজকের বৈঠকে এ বিষয়ে জোরালোভাবে বলেছি।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ