26 C
আবহাওয়া
২:০২ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » শিশু একাডেমিতে সাঁতার প্রশিক্ষণ শুরু ২৫ জুলাই

শিশু একাডেমিতে সাঁতার প্রশিক্ষণ শুরু ২৫ জুলাই

শিশু একাডেমিতে সাঁতার প্রশিক্ষণ শুরু ২৫ জুলাই

বিএনএ, ঢাকা: বাংলাদেশ শিশু একাডেমিতে পোর্টেবল সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ ক্লাস শুরু হচ্ছে আগামী ২৫ জুলাই থেকে। ৩ মাস মেয়াদে শিশুদের জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হবে।

২৫ জুলাই থেকে এই প্রশিক্ষণ শুরু হবে। ৬ থেকে ১০ বছর বয়সী শিশুরা এই প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

ছেলে ও মেয়েদের আলাদা ব্যাচে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার শিশু একাডেমির পোর্টেবল সুইমিং পুলে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চাইলে শিশু একাডেমির ওয়েবসাইট www.shishuacademy.gov.bd থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। সকাল ১১টা থেকে দুপুর ৩টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয় থেকেও অফিস চলাকালীন সরাসরি ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।

আবেদনপত্রের সাথে প্রশিক্ষণার্থীর দুই কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং মাতা ও পিতার দুই কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ জুলাই। প্রশিক্ষণ ক্লাস শুরু হবে ২৫ জুলাই।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ