34 C
আবহাওয়া
১২:৪৬ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী

বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী

বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী

বিএনএ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী মানুষকে উদ্ধারে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১৭ জুন) সিলেট ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মো হামিদুল হক জানান, মোট নয়টি ব্যাটালিয়ন কাজ শুরু করেছে। সেনাবাহিনী দুর্গম এলাকায় পানিবন্দী মানুষকে উদ্ধার, নতুন আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, ঝুঁকিতে থাকা বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য স্থাপনা সুরক্ষায় সমন্বিতভাবে কাজ করবে। এছাড়া ঢাকা ও কুমিল্লা থেকে নেয়া হচ্ছে যান্ত্রিক সহযোগিতা।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, দুই উপজেলার অবস্থা খুবই খারাপ। মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। তারা রেসকিউ বোর্ড নিয়ে যাচ্ছেন।

বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী
বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ইতোমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন জনপদ। ক্রমেই এই অবস্থার অবনতি ঘটছে। ইতোমধ্যে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সুনামগঞ্জ জেলা বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী
বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী

সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার দশমিক ৪৪ সেন্টিমিটার ও কানাইঘাট পয়েন্টে দশমিক ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ