36 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » সোনার দাম ভরিতে বেড়েছে ১৭৪৯ টাকা

সোনার দাম ভরিতে বেড়েছে ১৭৪৯ টাকা

সোনার দাম

বিএনএ ডেস্ক: আন্তর্জাতিক বাজার চড়া হওয়ায় দেশের বাজারেও সোনার দাম বাড়া‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে তারা। ফ‌লে দে‌শে ভা‌লো মা‌নের সোনা প্রতি ভ‌রির দাম বে‌ড়ে দাঁড়াবে ৭৮ হাজার ২৬৫ টাকায়। যা এতদিন ছিল ৭৬ হাজার ৫১৬ টাকা।

মঙ্গলবার (১৭ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৮ মে থেকে সারাদেশে নতুন দাম কার্যকর করার ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তি অনুসারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৩ হাজার ৩৬৩ টাকা।

বর্তমান দাম অনুযায়ী, মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৬ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৩ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫২ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

তবে রূপার দামে কোন পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ