24 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে পানিবন্দি লাখো মানুষ

সিলেটে পানিবন্দি লাখো মানুষ


বিএনএ, সিলেট : টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

সিলেটের কানাইঘাটে সুরমা, জকিগঞ্জে অমলসীদ ও জৈন্তাপুরের সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

উজানের ঢল অব্যাহত থাকার কারণে পানির বেড়ে চলা অব্যাহত রয়েছে। এতে করে পানি ঢুকেছে সিলেট নগরেও। সুরমার তীর উপচে, খাল দিয়ে পানি ঢুকে নগরের উপশহর, চালিবন্দর, দক্ষিণ সুরমার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।

সিলেট বাইকিং কমিউনিটির সভাপতি শাহিদ জামান বলেন, সিলেট শহরে এত পানি উঠতে দেখিনি কখনো। এ সময় তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

সিলেটের আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণের কারণেই মূলত সিলেটের বিভিন্ন জায়গায় পানি বেড়েছে। তাছাড়া উজানের ঢলের কারণে সিলেটের নদনদীর পানি বাড়ছে। তিন দিন আগেও যেখানে পানি নদীর পাড় থেকে কয়েক ফুট নিচে ছিল সেখানে গত ২৪ ঘণ্টায় কানায় কানায় পরিপূর্ণ হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ