24 C
আবহাওয়া
২:৫১ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আরাকান সেনাবাহিনীর সাথে মিয়ানমারের বেসামরিক সরকারের বৈঠক

আরাকান সেনাবাহিনীর সাথে মিয়ানমারের বেসামরিক সরকারের বৈঠক


বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারে বেসামরিক জাতীয় ঐক্য সরকার (এনইউজি) আরকান সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করেছে। মিয়ানমারের সামরিক শাসনের পতন ঘটাতে পারে এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে এনইউজি অনলাইনে রাখাইন রাজ্যের আরাকান আর্মির (এএ) সঙ্গে এ বৈঠক করেছে।

সোমবার (১৬ মে) এনইউজি-র পররাষ্ট্রমন্ত্রী উ মিন কো নাইং দুই ঘন্টাব্যাপী অনলাইনে বৈঠক করেন এএ প্রধান মেজর জেনারেল তুন মায়াত নাইং এবং তার ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল নিও তুন অং-এর সঙ্গে।

একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে এনইউজি।

উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের পর গত বছরের এপ্রিলে গঠিত হয় এনইউজি। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি আইন প্রণেতা এবং জাতিগত সংখ্যালঘুদের সহযোগীদের নিয়ে গঠিত এ ছায়া সরকার দেশ ও বিদেশে জান্তার বৈধতাকে চ্যালেঞ্জ করতে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে আরাকান সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। আত্মনিয়ন্ত্রণের জন্য ২০১৫ সাল থেকে রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে গোষ্ঠীটি। রাজ্যের বেশিরভাগ অংশ জুড়ে নিজস্ব প্রশাসন এবং বিচার বিভাগ স্থাপন করেছে তারা।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ