Bnanews24.com
টপ নিউজ বিশ্ব সব খবর

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহত ৮

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদে হামলা

বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের আটলান্টায় তিনটি ম্যাসেজ পার্লারে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খবন সিএনএন।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার একটি এসইউভি গাড়িতে করে এসে আটলান্টার চেরোকি কাউন্ট্রির তিনটি ম্যাসাজ পার্লারে হামলা চালায় ওই বন্দুকধারী। প্রথম গুলির ঘটনা ঘটে বেলস ফেরি সড়কের ইয়ংস এশিয়ান ম্যাসেজ পার্লারে। উত্তর আটলান্টা থেকে ৩০ মাইল উত্তরে জর্জিয়ার অ্যাকওয়ার্থে ৯২ হাইওয়েতে পার্লারটি অবস্থিত।

এসব গুলির ঘটনায় পুলিশ আটলান্টা থেকে দেড়শ মাইল দক্ষিণে জর্জিয়ার উডস্টক থেকে ২১ বছর বয়সী রবার্ট আরন লং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই শহর জুড়ে বন্দুকধারীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।