30 C
আবহাওয়া
১:০৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ইপসা পরিদর্শনে পরিবেশ-বন পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ইপসা পরিদর্শনে পরিবেশ-বন পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ইপসা পরিদর্শনে পরিবেশ-বন পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

বিএনএ,চট্টগ্রাম: স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান।

শনিবার (১৬ জানুয়ারি) ইপসার প্রধান কার্যালয়ে আয়োজিত স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্য ২০৩০ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় উপস্থিত ছিল অতিরিক্ত সচিব মাহমুদ হাসানের ছেলে উদীয়মান তরুন লেখক মাশাহেদ হাসান সীমান্ত।

সভার শুরুতে বিগত ৩৬ বছরে ইপসার বিভিন্ন অগ্রগতি এবং এসডিজি-২০৩০ অর্জনের লক্ষ্যে ইপসার অসংখ্য কৃতিত্ব তুলে ধরেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার এবং ফোকাল পার্সন (ইয়ুথ) মো. আবদুস সবুর।

ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্য (এসডিজি’র) বিভিন্ন লক্ষ্য, উদ্দেশ্য এবং নির্দেশকের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান।

মাহমুদ হাসান বলেন, ‘উন্নয়ন নিয়ে কাজ করা প্রত্যেক সরকারি এবং বেসরকারি সংস্থার এসডিজি সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও জটিলতার কারণে আমরা অনেক সময় এসডিজির লক্ষ্যগুলো মনে রাখতে পারি না।’

এসডিজির লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহকে মনে রাখার জন্য ‘I Hope, We Can’ শীর্ষক সহজ একটি সংখ্যাগত কৌশল বর্ণনা করেন তিনি। অতিরিক্ত সচিব তার বক্তব্যে ইপসার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম- জলবায়ু পরিবর্তন, জাহাজ ভাঙ্গা শ্রমিকদের অধিকার নিশ্চিত এবং দূষণ নিয়ন্ত্রণ, ডিজিটাল এক্সেসেবিলিটি, প্রবাসীদের উন্নয়নে কার্যক্রম, নগর উন্নয়ন কার্যক্রম, দরিদ্রতা হ্রাসে বিভিন্ন কর্মসূচি, ইপসার অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জরুরি ব্যবস্থাপনার বিভিন্ন কার্যকমের প্রশংসা করেন।

ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন, এসডিজির লক্ষ্যসমূহকে মনে রাখতে ‘I Hope, We Can’ শীর্ষক সহজ পদ্ধতিটির প্রচার করবে ইপসা। একইসাথে ইপসার বিভিন্ন শাখা কার্যালয় এবং ইপসার কর্মকর্তা এবং কর্মচারীদের এই পদ্ধতি অনুসরণ করে এসডিজি অধ্যয়নে উদ্বুদ্ধ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন ইপসার পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী, উপ পরিচালক মো. শাহজাহান, প্রোগ্রাম ম্যানেজার ভাস্কর ভট্টাচার্য, প্রোগ্রাম ম্যানেজার এবং ফোকাল পার্সন (এডভোকেসী) মোহাম্মদ আলী শাহীন, প্রোগ্রাম ম্যানেজার গাজী মো. মঈনুদ্দিন, প্রোগ্রাম ম্যানেজার (জলবায়ু পরিবর্তন ইস্যু) ড. প্রবাল বড়ুয়া, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরো প্রমুখ।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ