31 C
আবহাওয়া
৪:১৭ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে আবারও শুরু টিকাদান কার্যক্রম

চট্টগ্রামে আবারও শুরু টিকাদান কার্যক্রম

চট্টগ্রামে টিকাদান কার্যক্রম ৪ দিন বন্ধ থাকবে

বিএনএ, চট্টগ্রাম : তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম নগরে পুনরায় শুরু হয়েছে করোনার প্রথম ডোজের টিকাদান। সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরীর টিকা কেন্দ্রগুলোতে শুরু হয় সিনোফার্ম ও মডার্নার টিকাদান কার্যক্রম শুরু হয়।

এখন থেকে বিরতিহীনভাবে নগরের সবকটি টিকা কেন্দ্রে সিনোফার্মের টিকার প্রথম ডোজ এবং মডার্নার টিকার ২য় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

তবে যারা এসএমএস পাবেন তারাই শুধু সিনোফার্ম ও মডার্নার টিকা নিতে পারবেন। এসএমএস ছাড়া অহেতুক টিকা কেন্দ্র ভিড় না জমাতে অনুরোধ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, টিকা পাওয়ার পর আমরা পুনরায় টিকা দেয়া শুরু করেছি। আজ সোমবার থেকে সিনোফার্মের টিকার প্রথম ডোজ এবং মডার্নার টিকার ২য় ডোজ দেওয়া হচ্ছে। মডার্নার প্রথম ডোজ টিকাদানের ক্ষেত্রে বিদেশগামী যাত্রীরা অগ্রাধিকার পাবেন। তবে এ ক্ষেত্রে টিকা গ্রহীতাকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। এর আগে ১৪ আগস্ট মডার্না ও সিনোফার্মের ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা চট্টগ্রামে এসে পৌঁছায়।

উল্লেখ্য, স্টকে টিকা না থাকয় গত ১২ আগস্ট থেকে চট্টগ্রামে বন্ধ করে দেওয়া হয় টিকাদান কার্যক্রম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ