39 C
আবহাওয়া
৫:০৯ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » লঙ্কানদের ১৩০ রানে আটকাতে চায় বাংলাদেশ

লঙ্কানদের ১৩০ রানে আটকাতে চায় বাংলাদেশ

শ্রীলঙ্কা

বিএনএ স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে সফরকারী দল। অ্যাঞ্জেলো ম্যাথিউসের অপরাজিত শতকে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। প্রথম সেশনে বাংলাদেশ ভালো করলেও শেষ দুই সেশনে লঙ্কানরা আধিপত্য বিস্তার করেছে। দ্বিতীয় দিনের শুরুতে কুশল মেন্ডিসদের ১২০ থেকে ১৩০ রানের ভেতর আটকাতে চায় বাংলাদেশ। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

প্রথম দিন শেষে হেরাথ কোন দলকেই এগিয়ে রাখছেন না। দিন শেষে সংবাদ সম্মেলনে হেরাথ বলেছেন, ‘আমার মতে আজকের দিনটি সমানে-সমান ছিল। শ্রীলঙ্কার অবশ্যই কৃতিত্ব প্রাপ্য। বিশেষ করে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দারুণ এক শতক হাঁকিয়েছেন। তারা ব্যাটিং ভালো করেছে এবং আমরা বোলিং ভালো করেছি।’

দ্বিতীয় দিন রানের পাহাড় গড়তে চায় লঙ্কান ব্যাটাররা। ম্যাচ শেষে এমনটাই ইঙ্গিত দিয়েছে কুশল মেন্ডিস। এই ডানহাতি ব্যাটার বলেন, ‘প্রথম দিনে ২৫৮ রান বেশ ভালো স্কোর। উইকেট খুব ভালো। ৪০০ বা ৫০০ রান এখানে ভালো স্কোর হতে পারে। কালকে আমরা চাইব ৫০০ ছাড়াতে।’

টাইগার স্পিন শুরু হেরাথ আরো বলেন, দ্বিতীয় দিন শ্রীলঙ্কাকে ৪০০ রানের মধ্যে বেঁধে ফেলতে চায়। আগামীকাল সকালে আমাদের দ্রুত দুইটি উইকেট নিতে হবে। আমরা তাদের ৪০০’র নিচে আটকাতে চাই। তাই তাদেরকে আর ১২০-১৩০ রানের অলআউট করতে হবে।’

দ্বিতীয় দিনে বাংলাদেশ বোলারদের কঠিন পরীক্ষা দিতে হবে। অভিজ্ঞ লঙ্কান দুই ব্যাটার ২৪ ওভারের বেশি খেলে ক্রিজে অপরাজিত রয়েছেন। সাগরিকায় আগামীকাল শুরুতে উইকেট না নিতে পারলে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাবে সফরকারীরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ