24 C
আবহাওয়া
১০:২৭ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » যুদ্ধবিরোধী বার্তা প্রচারে সাংবাদিকের জরিমানা

যুদ্ধবিরোধী বার্তা প্রচারে সাংবাদিকের জরিমানা

যুদ্ধবিরোধী বার্তা প্রচারে সাংবাদিকের জরিমানা

ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে লাইভ টিভি নিউজে প্রতিবাদ করেছিলেন একজন রুশ সাংবাদিক। তিনি আগ্রাসনকে অপরাধ হিসেবে বর্ণনা করে একটি ভিডিও প্রকাশ করায় পরে তাকে ত্রিশ হাজার রুবল জরিমানা করা হয়েছিলো।

পরে তাকে ছেড়ে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। মারিনা ওভসানিকভা রাষ্ট্রায়ত্ত চ্যানেল ওয়ানের সম্পাদক। সোমবার তাকে আটক করা হয়েছিলো যুদ্ধবিরোধী পোস্টার প্রদর্শনের দায়ে।

পরে উদ্বেগ তৈরি হয়েছিলো তাকে নিয়ে কারণ কেউ তার সাথে যোগাযোগ করতে পারছিলো না।তবে মঙ্গলবার তাকে আদালতের শুনানিতে দেখা গেছে।

পরে তিনি সাংবাদিকদের বলেছেন দুদিন তিনি নির্ঘুম কাটিয়েছেন কারণ ১৪ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কোন আইনি সহায়তা দেয়া হয়নি।-বিবিসি

গত সোমবার সন্ধ্যায় রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত চ্যানেল ওয়ানের সরাসরি সংবাদ চলাকালে টেলিভিশনের পর্দায় সংবাদ পাঠিকার পেছনে মারিনা ওভসিয়ান্নিকোভা যুদ্ধবিরোধী বার্তা লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে আবির্ভূত হন। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রপাগান্ডায় বিশ্বাস করবেন না, তারা এখানে আপনার সামনে মিথ্যা বলছেন।’

Loading


শিরোনাম বিএনএ