Bnanews24.com
Home » শীর্ষ ৫০ আইনজীবির একজন জামালপুরের ব্যারিস্টার সামির
ময়মনসিংহ সব খবর

শীর্ষ ৫০ আইনজীবির একজন জামালপুরের ব্যারিস্টার সামির

বিএনএ, জামালপুর : বাংলাদেশের শীর্ষ ৫০ জন আইনজীবির মধ্যে জামালপুরের ব্যারিস্টার সামির সাত্তার তালিকাভূক্ত হয়েছেন। এশিয়া জিনেস ল জার্নাল এক গবেষনামূলক প্রতিবেদনে ওই তথ্য প্রকাশ করেছেন। ব্যারিস্টার সামির সাত্তার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর গ্রামের বাসিন্দা। তিনি জাপার সাবেক মন্ত্রী জামালপুর-১ আসনের সাবেক এমপি এম সাত্তারের একমাত্র ছেলে। তার মায়ের নাম ফৌজিয়া সাত্তার।

বাংলাদেশের শীর্ষ ৫০ জন আইনজীবির তালিকায় তালিকাভুক্ত হওয়ায় এশিয়া জিনেস ল জার্নাল কর্তৃক প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন। গবেষনায় ব্যারিস্টার সামির সাত্তারের আরবিট্রেশন, এডিআর, শ্রম, কর্মসংস্থান, একীভূতকরণ ও প্রকল্প অর্থায়ন ইত্যাদি পর্যালোচনা করে বাংলাদেশের শীর্ষ ৫০ জন আইনজীবির তালিকায় তালিকাভুক্ত করেছে এশিয়া জিনেস ল জার্নাল।

বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি