29 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » অসাধারণ খেলেও স্বপ্ন ভঙ্গ হাকিমিদের; ফাইনালে ফ্রান্স

অসাধারণ খেলেও স্বপ্ন ভঙ্গ হাকিমিদের; ফাইনালে ফ্রান্স

স্বপ্ন ভঙ্গ মরক্কোর

বিএনএ: কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ০-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। মাঠের খেলায় অসাধারণভাবে এগিয়ে থাকলেও গোল করতে পারায় ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল হাকিমি-বোনোদের।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন থিও হার্নান্দেজ। ডিবক্সের ভেতরে বা পায়ের শটে নান্দনিক গোল করেন তিনি। এরপর ৭৮ মিনিট পর্যন্ত বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো মরক্কো। বেশ কয়েকবার সুযোগ তৈরি করতে পারলেও গোল করতে ব্যর্থ হন হাকিমিরা।

বদলি খেলোয়াড় হিসেবে নেমে ৭৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন রঁদাল কলো মুয়ানি। এই গোলের পরই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় মরক্কো। তবে ম্যাচের পরিসংখ্যানে দেখা যায়, মরক্কোর দখলে বল ছিলো ৬২ শতাংশ। অন টার্গেটে ৩টি করে শট করে উভয় দল। তবে সেখান থেকে কোন আদায় করতে পারেনি মরক্কো।

ফ্রান্সের পক্ষে প্রথম গোল
প্রথম গোলটি করেন থিও হার্নান্দেজ।

এর আগে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলতে নেমে ইতিহাস গড়ে মরক্কো। প্রথম আফ্রিকার দেশ হিসেবে ফাইনালে খেলার সুযোগ হারালো আফ্রিকার সিংহরা।

তবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মরক্কোকে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে হবে। শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল। সে ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে ফুটবল সুপারস্টার মেসির আর্জেন্টিনা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ