34 C
আবহাওয়া
৯:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কর্মরত অনার্স মাস্টার্স স্তরের প্রায় ৫,৫০০ শিক্ষকের এমপিওভুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার(১৪নভেম্বর) বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, চট্টগ্রাম জেলার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস চট্টগ্রামের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সারাদেশের ৫,৫০০ অনার্স মাস্টার্স শিক্ষক জনবলে অন্তর্ভুক্ত না থাকার অজুহাতে দীর্ঘ ২৮ বছর ধরে সরকারি সুযোগ সুবিধা (এমপিও) বাইরে রয়েছি। প্রতিষ্ঠান কতৃক শতভাগ বেতন প্রদানের কথা থাকলে অধিকাংশ কলেজ কতৃপক্ষ তা আমলে নেয়না।করোণাকালে প্রতিষ্ঠান প্রদত্ত নামমাত্র বেতনটুকুও বন্ধ থাকায় শিক্ষকগণ জীবন জীবিকার কঠিন সমীকরণে আটকা পড়েন। একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে সদ্য জাতীয়করণকৃত কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকগ ক্যাডার/নন -ক্যাডারভুক্ত হয়েছেন। ডিগ্রি পর্যায়ের শিক্ষকগণ জনবল কাঠামোতে না থেকেও এমপিওভুক্ত হয়েছেন। অন্যদিকে কামিল (মাস্টার্স)শিক্ষকগণও এমপিওভুক্ত হয়েছেন। অথচ অনার্স মাস্টার্স শিক্ষকগণ এনটিআরসিএ সনদধারী হয়েও এমপিওবিহীন মানবেতর জীবন যাপন করছেন। যা চরম বৈষম্য ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিশেষ নির্দেশনায় প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে এমপিওভুক্তির মাধ্যমে বেচে থাকার সুযোগ চান উপস্থিত শিক্ষকবৃন্দ।

সংগঠনের শিক্ষক নেতাদের মধ্যে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন মাহবুবুর রহমান, মোহাম্মদ মোস্তফা কামাল, নূর মোহাম্মদ চৌধুরী, জয়নাল আবেদীন, আব্দুস সালাম, রোমেন দে, জনাব রিম্পা মৎসুদ্দী, এমদাদুল হক, নাজিম উদ্দীন, কাজী ফারুক, আবসার উদ্দীন, আরিফসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে উপাচার্য বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়।

বিএনএনিউজ,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ