36 C
আবহাওয়া
৯:৫১ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ

বিএনএ ডেস্ক: শারদীয় দুর্গাপূজার শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। তাই প্রতিটি মণ্ডপে বাজছে বিদায়ের সুর।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে দশ উপাচারে দেবীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন হয়। দেবীর চরণে ফুল, সিঁদুর, বেলপাতা ও মিষ্টি দিয়ে বিভিন্ন আচার পালন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মহানবমীতে নানা ঢঙে আরতি নিবেদন ও উলুধ্বনির মাধ্যমে দেবীর আরাধনা করেন ভক্তরা।

দশমীর আনুষ্ঠিকতা শেষে এবার দোলায় চড়ে মর্ত্য থেকে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা।

বিদায় বেলায় বিষাদের সুর থাকলেও ভক্তদের আশা, স্বামীর গৃহে যাবার আগে পৃথিবীকে রোগ শোক মুক্ত করবেন মহামায়া।

রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিজয়া শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হবে। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জুমার নামাজের পর প্রতিমা বিসর্জনের জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সারাদেশে পুজামণ্ডপের নিরাপত্তা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ