বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কালুরঘাটে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এতে খুশি হয়েছেন এ অঞ্চলের লাখো মানুষ। এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় কালুরঘাটে আনন্দ মিছিল করেছেন সর্বস্তরের জনসাধারণ।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যমান শতবর্ষী কালুরঘাট সেতুর নগর পশ্চিম প্রান্ত থেকে মিছিলটি শুরু হয়ে বোয়ালখালীর পূর্ব প্রান্তে এসে শেষ হয়।
বোয়ালখালী নাগরিক সমাজের ব্যানারে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড.মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে এ মিছিলে সর্বস্তরের নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বোয়ালখালী-পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের স্বপ্নের সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের আনন্দ মিছিল শেষে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক মুস্তফা নঈমের সভাপতিত্বে এবং সাংবাদিক মোহাম্মদ আলীর পরিচালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন কলামিস্ট সৈয়দ জাকির হোসাইন, সাংবাদিক মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার ইকবাল, শহিদুল্লাহ চৌধুরী, এস এম সেলিম, মোহাম্মদ রফিক, হাজী আবু আকতার, আ ন ম ইলিয়াস, নুরুল আবছার, ফায়াজ মেহের, ইব্রাহিম তালুকদার, গোলাম হোসেন নান্নু, ইব্রাহিম চৌধুরী মানিক ও সাংবাদিক বাবর মুনাফ প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ সেলিম।

বক্তারা বলেন, সুদীর্ঘ সময় থেকে একটি সড়ক সেতুর অভাবে বহু গুরুতর অসুস্থ ব্যক্তি চিকিৎসার জন্য শহরে যাওয়ার পথে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তেই মৃত্যুবরণ করার মতো দুঃখজনক ঘটনার স্বাক্ষী এই বোয়ালখালীর মানুষ। সেতু আন্দোলনের শুরু থেকে যারা মাঠে ছিলেন যারা নৈতিক ও মানসিকসহ বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের অনেকেই আজ এই আনন্দের দিনে আমাদের মাঝে নেই। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বহু চড়াই-উতরাই শেষে স্বপ্নের কালুরঘাট সেতু আজ বাস্তবতা।
বক্তরা আশা করেন, সেতুর এই দৃশ্যমান কাজ দ্রুত নির্মাণের দিকে এগিয়ে যাবে। সেতুর মাধ্যমে বোয়ালখালী-পটিয়া এলাকায় নতুন যুগের সূচনা হবে। শিল্প উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাবে। পর্যটন শিল্পের প্রসার ঘটবে। দ্রুততম সময়ের মধ্যে সেতুর কাজ শুরু করবার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান বক্তারা।
বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুস্তফা নঈম বলেন, একটি সেতুর জন্য বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষায় ছিলাম। সেই বহুল প্রত্যাশিত কালুরঘাটে ‘রেল ও সড়ক সেতু’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সকল উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি জানান, বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ২০১৩ সাল থেকে নতুন সেতুর জন্য দল-মত নির্বিশেষে একটি প্লাটফর্মে এনে এ জনদাবি জোরালো করে। এরই ধারাবাহিকতায় এই আনন্দ মিছিল। শুক্রবার (১৬ মে) প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ