26.5 C
আবহাওয়া
১১:০২ অপরাহ্ণ - মে ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ সদস্য

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ সদস্য


বিএনএ, ডেস্ক : পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৭ জন সাবেক বিডিআর জওয়ান জামিনে মুক্তি পেয়েছে ।বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি দেন।

মুক্তি পাওয়াদের মধ্যে রয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন এবং কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ১০ জন। এর আগে সোমবার ৪০ আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেন, গতকাল বুধবার বিকেলে বন্দি ২৭ সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজ পত্র যাচাই বাছাই করে বৃহস্পতিবার সকালে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ