37 C
আবহাওয়া
৭:০৬ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ৩০ মার্চ খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান!

৩০ মার্চ খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান!

স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ

বিএনএ ডেস্ক, ঢাকা:  করোনা মহামারির কারণে এক বছর পর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে অনড় সংশ্লিষ্টরা। গতকাল শিক্ষান্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় ৩০ মার্চই খুলছে স্কুল-কলেজ।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই সরকারি ছুটির কবলে পড়তে হলো। সরকার ঘোষিত তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারবে না। কারণ ওই দিন শবে বরাতের সরকারি ছুটি। অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে ৩০ মার্চের আগের দিন আগে অথবা পরের দিন।

আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি। রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

এজন্য সোমবার (১৫ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে। ওই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। শবে বরাতের পর দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এ ছুটি পড়েছে ৩০ মার্চ (মঙ্গলবার)। সেজন্য ওই দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বঘোষিত তারিখ থাকলেও সে দিন খোলা সম্ভব না।

গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ধাপে ধাপে সাত দফা ছুটি বাড়ানো হয়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ