36 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হজের প্রস্তুতি শুরু করল সৌদি আরব

হজের প্রস্তুতি শুরু করল সৌদি আরব


বিএনএ, বিশ্বডেস্ক : করোনাভাইরাসের কারণে গতবছর সীমিত আকারে প্রতিকী হজ অনুষ্ঠিত হয়েছিল। আগামী জুলাই মাসে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি আরব সরকার। আগামী হজকে কেন্দ্র করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় মানুষের স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় জনবল সরবরাহের উদ্যোগ নিচ্ছে।

এমন খরব দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হচ্ছে, সৌদি সরকারের স্বাস্থ্য বিভাগ কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে, যে কমিটি হাজিদের স্বাস্থ্যসেবায় অংশ নেবে এমন কর্মী বাছাই করবে। প্রতিটি কমিটি প্রয়োজনীয় জনশক্তি সরবরাহ করবে। পাশাপাশি সেই জনশক্তির শ্রেণিকরণ এবং নিশ্চিতকরণের জন্য দায়বদ্ধ থাকবে সংশ্লিষ্ট কমিটি।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি যেসব স্বেচ্ছাসেবীর নাম প্রস্তাব করবে, তার প্রয়োজনীয় সংখ্যা এবং বিশেষত্ব অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হবে।

মন্ত্রণালয় বলেছে, জনবল সংক্রান্ত কমিটি ও স্বাস্থ্য অধিদফতরের উত্থাপিত প্রার্থীদের আবেদনই শুধু গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ