Bnanews24.com
Home » কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে সাংবাদিক নিহত
আফগানিস্তান সব খবর

কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে সাংবাদিক নিহত

কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১,আহত ৩

বিশ্ব ডেস্ক,১৩ নভেম্বর : কাবুলের দাশত-ই বারচি জেলায় এক গাড়ি বোমা বিস্ফোরণে ১জন নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার(১৩নভেম্বর) বিকেলে বোমা বিস্ফোরণের ঘটনার জন্য কেউ দায় স্বীকার করেনি। খবর তোলো নিউজ।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, গাড়িটিতে বোমা পেতে রাখা হয়েছিল। বিস্ফোরণের সাথে সাথে সেটিতে আগুন ধরে যায়।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে তবে কেউ দায় স্বীকার করে নি।

বিস্ফোরণে নিহত হয়েছেন হামিদ সাইঘানি।

আফগান জার্নালিস্ট সেন্টার জানায়, বিস্ফোরণে নিহত হয়েছেন হামিদ সাইঘানি। তিনি একজন সুপরিচিত আফগান সাংবাদিক। হামিদ আরিয়ানা টেলিভিশন নেটওয়ার্কে কাজ করতেন।

দাশত-ই বারচি পশ্চিম আফগানিস্তানের একটি আবাসিক এলাকা যেখানে হাজরা সম্প্রদায়ের( শিয়া মুসলিম) লোকজন বসবাস করেন। যারা প্রায়শ আইএসআইএস-কে এর হামলার শিকার হন।

বিএনএনিউজ,জিএন