31 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » করোনার খবর চট্টগ্রাম : ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭, মৃত্যু ২

করোনার খবর চট্টগ্রাম : ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭, মৃত্যু ২


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষায় ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৫৯ জন এবং উপজেলায় ৩৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ৯৬২ জন। এসময় করোনায় নগরে ১ জন ও উপজেলায় ১ জন মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার ( ১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

চট্টগ্রাম: আজকের খবর

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষায় ১০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৪৬টি নমুনা পরীক্ষায় ২৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৭২টি নমুনা পরীক্ষায় ১২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬৩ টি নমুনা পরীক্ষায় ২৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবে (আরটিআরএল) ১০টি নমুনা পরীক্ষায় ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষায় ৪ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬১টি নমুনা পরীক্ষায় ৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪১টি নমুনা পরীক্ষায় ২ জন ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ৯৫টি নমুনা পরীক্ষায় ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

চট্টগ্রামের করোনার আজকের নিউজ

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫টি, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৭টি, এন্টিজেনে ৫টি ও ল্যাব এইডে ২টি নমুনা পরীক্ষায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

আরও পড়ুন : করোনা আপডেট: বিশ্বে আবারও সংক্রমণ বেড়েছে

উপজেলায় ৩৮ জনের মধ্যে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৫ জন,  আনোয়ারায় ১ জন, পটিয়া ১ জন, চন্দনাইশ ১জন, রাউজান ৬ জন, হাটহাজারী ১৮ জন, সীতাকুণ্ড ৩ জন ও সন্দ্বীপ ১ জন। বাঁশখালী, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও মিরশ্বরাই উপজেলায় গত ২৪ ঘন্টায় কেউ করোনায় আক্রান্ত হয় নি।

চট্টগ্রামে করোনা আপডেট 

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৭ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ  হাজার ৯৬২ জন। যাদের মধ্যে নগরে ৭৩ হাজার ১৮২ জন এবং উপজেলায় ২৭ হাজার ৮৮০ জন। একই সময় করোনায় ২ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭৬ জন। যাদের মধ্যে নগরে ৭০৪ জন ও উপজেলায় ৫৭২ জন।

বিএনএনিউজ২৪/ আমিন,জিএন

Loading


শিরোনাম বিএনএ