29 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ভোজ্যতেলে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার

ভোজ্যতেলে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার

ভোজ্যতেলে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার

বিএনএ ডেস্ক, ঢাকা: নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সয়াবিন ও পাম তেলের ওপর থেকে মোট ২০ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।

সোমবার (১৪ মার্চ) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান, আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বলা হয়, আজ থেকেই এ আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ভোজ্য তেলে এই ভ্যাট দিতে হবে না।

তবে অপরিশোধিত ভোজ্য তেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে।

সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক থাকা সত্ত্বেও আসন্ন রমজানে জনগণ যাতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে পারে, সে লক্ষ্যে সরকার কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এতদিন সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল।

সম্প্রতি দেশের বাজারে দফায় দফায় ভোজ্য তেলের দাম বেড়েছে। সর্বশেষ প্রতি ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৭৯৫ টাকা নির্ধারণ করে সরকার। তবে সরবরাহের ঘাটতির সুযোগে খুচরা পর্যায়ে এই তেল ৮২০ টাকায় পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। মিল থেকে তেলের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি এক শ্রেণির ব্যবসায়ী মজুদ করায় এই সংকট আরও প্রকট হয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ